মে মাসের সেরা ব্রোকার লংকাবাংলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের মে মাসের শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। লেনদেনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকায় মে মাসে শীর্ষে স্থান দখল করে নিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ। দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ ও তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো— আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, আইডিএলসি সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, শেলটেক ব্রোকারেজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ।

এছাড়া তালিকায় আরও রয়েছে— এমটিবি সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ইউনিক্যাপ সিকিউরিটিজ, ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজ ও এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *