রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সংসদীয় কমিটির

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজানে অধিক মুনাফার লোভে নিত্যপণ্যের দাম না বাড়াতে এবং খাদ্যে ভেজাল না মেশাতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। বুধবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়ীরা মানুষ পোড়ানো সন্ত্রাসীদের চেয়েও ভয়ঙ্কর। আগামী রমজানে সাধারণ মানুষকে ভেজালমুক্ত খাবার পরিবেশনে ব্যবসায়ীরা সচেতন থাকবেন।’

রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে নাসিম আরও বলেন, ‘দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। এ বছর সংযমে থাকুন। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দিন।’

কমিটির বৈঠকে মাদক এবং জঙ্গিবাদ নির্মূলের মত খাদ্যে ভেজাল নির্মূলেও অভিযান জোরদার করা, খাদ্যে ভেজাল ও দূষণ রোধে জিরো টলারেন্স প্রদর্শন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পুষ্টি সমৃদ্ধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকার এ বিষয়ে জিরো টলারেন্সে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু রমজান মাসেই নয়, বছরের সবদিনই ইবাদতের দিন। তাই ইবাদতের দিনে দয়া করে জিনিসপত্রের দাম বাড়াবেন না।’

এসময় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, হুইপ আতিউর রহমান আতিক এবং খাদ্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *