রাজধানীতে আন্তর্জাতিক টেক্সটাইল মেলা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় তিনদিনের আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) এ প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রাসাদ সিংহ, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কে আই হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এ প্রদর্শনী চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের টেক্সটাইল শিল্প দিন দিন সমৃদ্ধ হচ্ছে। গুণগতমান বিচারে আমাদের দেশের টেক্সটাইল পণ্য আন্তর্জাতিকভাবেও সমাদৃত। এ শিল্পটির উন্নয়নে সরকার বিভিন্ন নীতি হাতে নিয়েছে।

পাটমন্ত্রী আরও বলেন, এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব রয়েছে। ফলে বাংলাদেশের ফ্যাশন বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, যা বিশ্বমণ্ডলে আমাদের সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করছে।

আয়োজকরা জানান, বাংলাদেশের টেক্সটাইল খাত বিশ্বে এক বিশ্বস্ত নাম। করোনার সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ বস্ত্র খাতের বৈশ্বিক চাহিদা পূরণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রমবর্ধমান হারে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কাজ পাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *