রাজনৈতিক সংকটেও ইতিবাচক মিসরের শেয়ারবাজার

egyptস্টকমার্কেট ডেস্ক :

গত ১৮ মাসে আগে দেশটিতে মুসলিম ব্রাদারহুডকে হটিয়ে ক্ষমতায় আসে সামরিক সরকার। চরম রাজনৈতিক সংকটের পরও মিসরের এমএসসিআই সূচক ২০১৩ সালের মাঝামাঝি সময় থেকে বেড়েছে প্রায় দ্বিগুণ। আর এটাকে দেশটির একটি ইতিবাচক দিক হিসাবে নিয়েছে গনমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

সূত্রটির দাবি, বিগত ২০১৪ সালে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য ছিল মিসর। গত বছর এখানে বিনিয়োগকৃত অর্থ যেমন ফেরত এসেছে, তেমনি যোগ হয়েছে বাড়তি মুনাফা। এ সময় শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি।

প্রতিবেদনে আরো বলা হয়েছ, উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ছিল সবচেয়ে ভালো অবস্থানে। এখানে সার্বিক রিটার্ন বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। তবে ভালো ছিল না ইউরোপের অবস্থা।বছরজুড়ে ইউরোপের বিনিয়োগকারীদের কেবল হতাশই করেছে শেয়ারবাজার।

জার্মানি ও ফ্রান্স সার্বিক রিটার্ন হারিয়েছে ৯ দশমিক ৩ ও ৯ দশমিক ১ শতাংশ। বছর শেষে যুক্তরাজ্যের রিটার্ন ছিল মাইনাস ৫ দশমিক ৮ শতাংশ ও ইতালির মাইনাস ৮ দশমিক ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *