রিটার্ন জমার সময় এক মাস বাড়ল রাজস্ব বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের জানান এ কথা জানান এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এর আগে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান জানান, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। তিনি বলেন, অন্য সব কার্যক্রম যেখানে স্বাভাবিক, তাই এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, রিটার্ন জমা দেওয়ার (ক্ষেত্রে), সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি এ রকম হয়ে থাকে বা এ ধরনের যাঁরা কিছু কিছু… কিছু সংখ্যক ব্যক্তি সমস্যায় আছেন, তাঁদের মধ্যে আমাদের আলাদা একটা নিয়মই আছে যে তাঁরা কমিশনারের কাছে আবেদন করতে পারবেন, (এবং) কমিশনার টাইম এক্সটেন্ড (সময়সীমা বাড়ানো) করতে পারবেন। কমিশনারকে বলা আছে, যত আবেদন পাবেন, তাঁরা ওপেনলি সময় দিয়ে দেবেন।

৩০ নভেম্বরের পরে রিটার্ন দিতে আগ্রহী করদাতার আবেদন, সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ ক্ষেত্রে ২ শতাংশ জরিমানা নেওয়া হবে কি হবে না, সে বিষয়েও সিদ্ধান্ত নেবেন কর কমিশনার। এ ছাড়া ইটিআইএনধারী যাঁরা এবার রিটার্ন জমা না দেবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআরের চেয়ারম্যান। এ ছাড়া ৩০ নভেম্বর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়কর দিবস পালিত হবে বলেও গতকালের সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে আজ এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, কোভিড পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হলো।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *