লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে ৪ কোম্পানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানি লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানিগুলো হলো : গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, সিলভা ফার্মাসিটিক্যালস ও বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আগামী ২৬ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। জিকিউ বলপেন লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

আগামী ২ জানুয়ারি (রবিবার) হতে কোম্পানিগুলোর শেয়ার বি ক্যাটাগরিতে লেনদেন হবে। এর আগে কোম্পানিগুলো লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *