লাফার্জ হোলসিমের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ এনে আন্দোলনের ডাক দিয়েছে চুনাপাথর আমদানি ও ব্যবসার সাথে জড়িত ৩০টি ব্যবসায়ী সংগঠন।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ ছাতকে আমদানিকৃত চুনাপাথর কোম্পানির ভেতর ক্রাশিং করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করছে। শুধুমাত্র আমদানিকৃত চুনাপাথর সিমেন্ট উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করার বিষয়ে বাংলাদেশ ও ভারতের সাথে চুক্তি থাকলেও সে চুক্তির ব্যত্যয় ঘটছে বলেও অভিযোগ করেন তারা।

এছাড়াও, উৎপাদনমুখী শিল্পের কাঁচামাল খোলাবাজারে বিক্রির অনুমতি নেই, তাই স্থানীয় ক্ষুদ্র ব্যবসা কার্যক্রমেও লাফার্জ সম্পৃক্ত হতে পারে না বলে দবি করেন ব্যবসায়ীরা।

এর আগে, ২০০৯ সালে লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ চিঠিতে চুনাপাথর খোলাবাজারে বিক্রি না করার অঙ্গীকার করলেও তা রক্ষা করেনি।

একারণে চুনাপাথর আমদানি ও ব্যবসার সাথে জড়িত শতশত ব্যবসায়ীর আনুমানিক ৫ শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতৃবৃন্দের।

আগামী ৮ মার্চের মধ্যে লাফার্জ হোলসিম এসব কার্যক্রম বন্ধ না করলে ৯ মার্চ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *