লাফার্জ সুরমা ও এমারেল্ড অয়েলের বিক্রেতা সংকট

holted-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় দুই কোম্পানির কোনো বিক্রেতা ছিল না। কোম্পানিগুলো হলো- লাফার্জ সুরমা সিমেন্ট ও এমারাল্ড অয়েল লিমিটেড। এ সময় কোম্পানির দুটির শেয়ার ক্রয় ক্রেতা দেখা দিলেও বিক্রয়ের ঘরে কোন বিক্রেতা দেখা যায়নি। ফলে বিক্রেতার সংকটে কোম্পানি দুটি শেয়ার হল্টেড হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দুপুর ১২টার দিকে লাফার্জ সুরমা সিমেন্টের ক্রেতার ঘরে ৩১ লাখ ৫২ হাজার ১৮৮টি শেয়ার ৫৯.৭০ টাকায় ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটি ৭ লাখ ১৫ হাজার ৬টি শেয়ার ৬০৮ বার লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৯.৭০ টাকায় লেনদেন হয়।

এদিকে এমারাল্ড অয়েলের ক্রেতার ঘরে ৩ লাখ ১১ হাজার ৪২৩টি শেয়ার ২৩.৫০ টাকায় ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটি ১৩ লাখ ৫৩ হাজার ৬২৮টি শেয়ার ৮৬৬ বারে লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৯.৮১ শতাংশ বেড়ে সর্বশেষ ২৩.৫০ টাকায় লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *