লেনদেনের প্রথম ঘন্টায় নিম্নমুখী প্রবণতা

low indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের শেয়ারবাজারে সোমবার লেনদেনের প্রথম ঘন্টায় নিম্নমুখী প্রবণতা রয়েছে। একই সময়ে টাকার অঙ্কে লেনদেন কম।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৯৭ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪৫ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এসময় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপাইয়ার্ড, ফুয়ান ফুড, বেক্সিমকো, অগ্নি সিস্টেম, অলিম্পিক ইন্ড্রা., ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, লাফার্জ সিমেন্ট ও গ্রামীন ফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সকাল ১১টায় ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৬৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। লেনদেন হয়েছে ৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *