লেনদেনের শীর্ষে আর্থিক প্রতিষ্ঠান খাত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১০ থেকে ১৪ জানুয়ারি) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাত। ডিএসইতে মোট লেনদেনের মধ্যে ১৩.১ শতাংশ এ খাত থেকে হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতভিত্তিক লেনদেনের শীর্ষ তালিকায় ১২.৩ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও রাসায়ন খাত। আর ১০.১ শতাংশ লেনদেন করে লেনদেন তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৯.৬ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৯.৩ শতাংশ, প্রকৌশল খাতে ৮.৪ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৮.৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫.৫ শতাংশ, সিমেন্ট খাতে ৫.৪ শতাংশ, বস্ত্র খাতে ৫.১ শতাংশ, মিচ্যুয়াল ফান্ড খাতে ৪.৫ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২.৮ শতাংশ, সেবা খাতে ১.৬ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ১.৩ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, জীবন বিমা খাতে ০.৫ শতাংশ, ট্যানারি খাতে ০.৪ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৩ শতাংশ এবং পাট ও পেপার-প্রিন্টিং খাতে ০.২ শতাংশ করে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *