লেনদেনের শীর্ষে লংকাবাংলা সিকিউরিটিজ ও ২য় ইউসিবি ক্যাপিটাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের ভিত্তিতে অক্টোবর মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। তালিকায় ২০ ব্রোকারেজ হাউজের মধ্যে প্রথম স্থান দখলে করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, চতুর্থ স্থানে রয়েছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

এছাড়াও পঞ্চম স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড ও ষষ্ঠ স্থানে রয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

শীর্ষ ১০ তালিকার মধ্যে সপ্তম স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড, অষ্টম ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, নবম ব্যাংক এশিয়া সিকিউরটিজ এবং দশম শেলটেক ব্রোকারেজ হাউজ লিমিটেড।

এছাড়াও শীর্ষ ব্রোকারজের তালিকায় রয়েছে- এমটিবি সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, প্রিমিয়াম ব্যাংক সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, ইউনিয়ন ক্যাপিটাল সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, বালি সিকিউরিটিজ এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরটিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *