লেনদেন নিষ্পত্তির সময় কমাতে টি+১ বাস্তবায়ন চায় বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় আরও এক দিন কমাতে চায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে টি+১–এ নামিয়ে আনতে চায়।

এ সিদ্ধান্ত কার্যকর হলে শেয়ার কেনার পরদিনই বিক্রি করতে পারবেন বিনিয়োগকারীরা। বর্তমানে লেনদেন নিষ্পত্তি হয় টি+২–তে। অর্থাৎ শেয়ার কেনার পর তৃতীয় দিনে গিয়ে লেনদেন নিষ্পত্তি হয়।

লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার বিষয়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ও শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। গত রবিবার বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, কিছুটা সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে লেনদেন নিষ্পত্তির নতুন এ সময় কার্যকর করতে চায় সংস্থাটি। আপাতত ‘এ’ ও ‘বি’ শ্রেণির কোম্পানির ক্ষেত্রেই শুধু লেনদেন নিষ্পত্তির সময় কমানোর কথা ভাবছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *