লোকসান ঠেকাতে রহিমা ফুডের কারখানা বন্ধ

rahimaবিশেষ প্রতিবেদক :

বড় ধরনের লোকসান ঠেকাতে কারখানা বন্ধ রেখেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অব্যাহত দর পতনের ফলে সম্ভাব্য লোকসান এড়াতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি অনুষ্টিত বার্ষিক সাধারণ সভায় একথা বলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়েব ।

লাভ না করতে পারায় গত এবছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

কোম্পানির সম্পূর্ণ উৎপাদন কার্যক্রম বন্ধ প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বিগত ৪-৫ মাস আগে ভোজ্য তেলের দাম টন প্রতি প্রায় ৪০০ থেকে ৫০০ ডলার কমে যায়। এ অবস্থায় এলসি করলে কোম্পানি প্রচুর লোকসানের সম্মুখীন হত। ফলে লোকসান এড়াতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানির বিভিন্ন খরচ মেটাতে চুক্তিভিত্তিক রিফাইনিং ভিত্তিতে কিছুদিন উৎপাদন চালু রাখলেও সেটিও বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে ফেব্রুয়ারি-মার্চের দিকে নতুন করে উৎপাদন চালু করতে চায় মালিকপক্ষ।

প্রসঙ্গত: এ বছর কোনো লভ্যংশ প্রদান করতে না পারায় কোম্পানির শেয়ার এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *