শুরুতেই কমেছে অধিকাংশ শেয়ারের দর

low indexস্টকমার্কেট ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দিনের প্রথম ঘণ্টায় সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ শেয়ারের দর।

বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টি কোম্পানির। আর দর কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এসময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক একই সময়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *