‘শেয়ার ধারণে ব্যর্থ হলে পরিচালকদের বাদ দিয়ে বোর্ড গঠন’

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলো পরিচালনা বোর্ড পুনর্গঠন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএসইসির ৭৫০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায় , পরিচালনা বোর্ড পুনর্গঠন সংক্রান্ত একটি প্রস্তাবিত কর্ম-পরিকল্পনা কমিশন চূড়ান্ত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকগণ আইনানুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে।

নতুন কমিশন দ্বায়িত্ব গ্রহণের পরেই কোম্পানিগুলো পরিচালকদের শেয়ার ধারণের বিষয়ে কঠোর অবস্থান নেয় বিএসইসি। ইতোমধ্যে কোম্পানিগুলোকে একাধিকবার নোটিস করে বিএসইসি। এরি ধারবাহিকতায় ৩০ শতাংশ শেয়ার ধালনের ব্যর্থ পরিচালকদের বাদ দিয়ে এসব কোম্পানির বোর্ড পূণ:গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *