বিক্রির চাপে ভারতের শেয়ারবাজারে

sensexস্টকমার্কেট ডেস্ক :

বিধানসভার ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির ভাল ফলের খবরে শেয়ারবাজারে সূচক বাড়তে থাকে। কিন্তু শেয়ার বিক্রির চাপে শেষ পর্যন্ত বাজারকে নামিয়ে এনেছে বলে জানিয়েছে দি হিন্দু।

মঙ্গলবার শুরুতে ১৫০ পয়েন্ট সেনসেক্স উঠলেও পরের দিকে তা নেমে যায় প্রায় ২০৬ পয়েন্ট ফলে দিনের শেষে এই সূচক অবস্থান করছে ২৭,৪৯৪.৯৪ পয়েন্টে৷ এদিন নিফটিও প্রথমে কিছুটা উঠে পৌঁছে যায় ৮৩৬৪.৭৫ পয়েন্টে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দিনের শেষে নেমে আসে ৮২৬০.৩৫ পয়েন্টে৷

বিশেষজ্ঞদের মতে, এদিন ঝাড়খন্ড ও জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির ভাল ফলের খবরে শেয়ারবাজার চড়তে থাকে। কিন্তু ক্ষুদ্র ও প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চাপ বাজারকে নামিয়ে আনে৷

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *