‘শেয়ারবাজারের ব্র্যান্ডিং করুন’

nasrul-hamidনিজস্ব প্রতিবেদক :

আস্থা ফেরাতে আগে শেয়ারবাজারের ব্র্যান্ডিং দরকার বলে মনে করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আস্থা ফিরলে শেয়ারবাজারে বিনিয়োগের অভাব হবে না।

শেয়ারবাজারের অর্থায়নে বিদ্যুৎ ও জ্বালা‌নি খাতের উন্নয়ন শীর্ষক রবিবার রাতে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলোচনা সভার আ‌য়োজন ক‌রে ডিএস‌সি ব্রোকা‌রেজ অ্যা‌সো‌সি‌য়েস‌ন অফ বাংলা‌দেশ (ডি‌বিএ)।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা অন্যের ব্র্যান্ডিং ফলো করছেন। কিন্তু নিজেরা যা করছেন তা অন্যের কাছে ব্র্যান্ডিং করতে পারছেন না। আপনার বিশ্বাসটাকে একবার ব্র্যান্ডিং করে দেখুন ফলাফল পাবেন। তবে এ ক্ষেত্রে আমাদের বোর্ড অব ইন‌ভেস্ট‌মে‌ন্টের মত ব‌সে থকে‌লে চল‌বে না। বাজার সংশ্লিষ্টদের বের হ‌য়ে আস‌তে হব‌ে। ঘ‌রে ব‌সে লাভ খুঁজলে চলবে না।

তিনি বলেন, শুধু দেশের বাজারে ব্র্যান্ডিং নয় আন্তর্জ‌তিক পর্য‌য়েও এট‌ি করা প্রয়োজন, তাহ‌লে দেশ-বি‌দেশে বিনিয়োগকরীরা আস্থা ফি‌রে প‌াবে।

তিনি আরো বলেন, আপনারা ১০০, ২০০ কো‌টি টাকার কোম্পা‌নি ছে‌ড়ে আমার কাছে আসুন, বড় কোম্পা‌নিকে নিয়ে আসার রাস্তা দে‌খিয়ে দেব। আশা ক‌রি লোকসান মি‌টে যাবে।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি আহসান ইসলাম টিটুর সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেন, ব্রোকা‌রেজ অ্যা‌সো‌সি‌য়েস‌নের সদস্য সাংসদ কাজী ফি‌রোজ র‌শীদ, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক বিএসইসির কমিশনার আরিফ খান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *