শেয়ারবাজারে বেড়েছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। উভয়বাজারে সূচকের উত্থানে শেষ হয়েছে দিনের লেনদেন।

রবিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭২৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪০৫ কোটি ১ লাখ টাকার শেয়ার। যা গতদিন ছিল ৩৪৮ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএস লিমিটেড, এএফসি এগ্রো, ট্রাষ্ট ব্যাংক, সামিট পাওয়ার, আরএসআরএম, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস ও সিএনএ টেক্সটাইল ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *