শেয়ারবাজারের সমস্যা সমাধান করবেন অর্থমন্ত্রী

mohitনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিরাজমান সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমানের সঙ্গে একান্ত বৈঠকে অর্থমন্ত্রী এ আশ্বাস দেন।

সূত্র জানিয়েছে, বৈঠকে অর্থমন্ত্রী বলেন, কী কারণে বাজারে এমন দরপতন হচ্ছে তা জানতে তিনি অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। গতকাল সোমবার বিএসইসির চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাত করতে এসেছিলেন। তখন তিনি এ বিষয়ে কিছু ধারণা পেয়েছে। আজ তাদের (আহমেদ রশীদ লালী ও ছায়েদুর রহমান) সঙ্গে আলোচনা থেকে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।

অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বুধবার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি আশা করেন বিদ্যমান অনেক সমস্যারই সমাধান করা সম্ভব হবে।

এর আগে সোমবার বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি শীর্ষ কিছু ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বৈঠক করে। এ বৈঠকেও প্রধান সমস্যা হিসেবে বাড়তি বিনিয়োগ সমন্বয়ের ইস্যুটি উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *