শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের প্রথম দিন রবিবার মূল্য সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। পাশাপাশি লেনদেনও অনেক বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পধান সূচক ১৫৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে ৫০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ৫২০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৪১৯ কোটি ৩১ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১২টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফরমুলেশনস, এমজেএলবিডি, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, আরকে সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং কেপিসিএল।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে সিএএসপিআই সূচক ৪৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ৪৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *