শেয়ারবাজারে সূচকের বড় ধরনের পতন

indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের বড় ধরনের পতন হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও কমেছে।

এদনি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স’র পতন হয়েছে ৩৯ পয়েন্টের। দিনশেষে সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২৪ পয়েন্টে । দিনভর ২৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে।

এদিকে সূচকের পতনের সাথে বাজারে লেনদেনও কিছুটা অবনতি হয়েছে। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৬৬ কোটি ৩০ লাখ।

ডিএসইতে লেনদেনে হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১০০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

লেনদেনের শীর্ষস্থান দখল করে নিয়েছে শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোস, শাশা ডেনিমস, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইডিএলসি, ওয়েষ্টার্ণ মেরিন, সাইফ পাওয়ার, ন্যাশনাল পলিমার ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি।

অপরদিকে সিএসইতেও সূচক পতন হয়েছে। দিনশেষে সিএসইএক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬২৩ পয়েন্টে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। গত দিবসে লেনদেন হয়েছিল ৩১ কোটি ১৮ লাখ টাকার। আর আজ লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *