শেয়ারবাজারে সূচকের বড় পতনে লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। যদিও এদিন ডিএসইতে সূচকের বড় পতন হয়েছে। অন্যদিকে ট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বাড়লেও কমেছে সবগুলো সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করে ২২৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৯১ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৭৯০ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফুয়াং ফুডস, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল রবিবার ছিল ৩৩ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা-বাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *