শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ক্লোজিংয়ের প্রভাব

houseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বরাবরের মতো ডিসেম্বর ক্লোজিংয়ের প্রভাব পড়েছে। এর ফলে বাজারে ধীরগতি বিরাজ করছে। ক্রমাগত কমছে মূল্যসূচক ও লেনদেন। বিশেষ করে বছর শেষে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগ সিদ্ধান্ত বাজারে প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিগত নয় কার্যদিবস ধরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন ২০০ কোটি টাকার ঘরে নেমেছে। এর আগে গড়ে ৪০০ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ ছাড়া মূল্যসূচক বাড়ার চেয়ে কমছে তুলনামূলক বেশি।

আগের দিনের ধারাবাহিকতায় গতকাল বুধবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। তবে এ দিন ডিএসইর চেয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। খরচ কম হওয়ার কারণে অনেকে সিএসইতে ট্রেড করছেন বলে মনে করছেন বিভিন্ন হাউজের কর্মকর্তারা।

এ ছাড়া ডিএসইর নতুন সফটওয়্যারের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়াতে না পেরে অনেকে সিএসইতে লেনদেন করছেন বলে জানা গেছে। এ কারণে দু’দিন ধরে সিএসইতে লেনদেন বাড়ছে বলে মনে করছেন হাউজ কর্মকর্তারা।

গতকাল দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বর মাসে বরাবরের মতো বাজারে ধীরগতি বিরাজ করে। এ ছাড়া সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে আসছে। এসব কারণে অনেকে নতুন করে বিনিয়োগ পরিকল্পনা নির্ধারণ করছে। যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

এ বিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, বছর শেষ হয়ে আসছে। অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নতুন চিন্তা-ভাবনা করছে। বিশেষ করে ফান্ডগুলো বিনিয়োগ গুছাচ্ছে। এ সব কারণে হয়তো বাজারে এ রকম পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ কার্যদিবসে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৯ পয়েন্টে।

সিএসইতে হাওলা চার্জ বহাল এবং লাগা চার্জ কিংবা কমিশন পুনঃনির্ধারণের কারণে লেনদেন খরচ ডিএসইর চেয়ে কিছুটা কমেছে। এ কারণে অনেকে সিএসইতে লেনদেন করছেন। এসব কারণে সিএসইতে লেনদেন বেড়েছে বলে মনে করছেন বিভিন্ন সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *