শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ দিন বাংলাদেশের শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে। বুধবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে উঠে।

এদিন ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৭০৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪০২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার টাকা।

এদিকে বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) প্রায় ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *