শেয়ারবাজার স্থিতিশীল তহবিল আইন-২০২১ অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের স্থিতিশীল রাখতে প্রায়ই বিশেষ তহবিল গঠিত হচ্ছে। এই তহবিল কার্যকরণে শেয়ারবাজার স্থিতিশীল তহবিল আইন-২০২১ এর জনমত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ তহবিল আইনে বলা হয়েছে, এখন থেকে কোনো প্রতিষ্ঠানের হাতে বিনিয়োগকারী বা গ্রাহকের অর্থ তিন বছরের বেশি সময় ধরে অদাবিকৃত অবস্থায় পড়ে থাকলে তা নতুন এ তহবিলে স্থানান্তর করতে হবে। তহবিলটির অর্থ শেয়ারবাজারের উন্নয়নে ব্যবহার করা হবে।

বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারের স্থিতিশীল রাখতে সরকার প্রায়ই হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে যাচ্ছে। এই তহবিলকে যাচ্ছে-তাই ব্যবহারে তেমন কোনো প্রভাব পড়েনি শেয়ারবাজারে। সম্প্রতি এই তহবিলগুলো বাস্তবায়নের জন্য এই আইন তৈরি করতে যাচ্ছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *