সপ্তাহজুড়ে ডিএসইতে বাজারমূলধন বেড়েছে ০.২৬ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৮৭৮ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৬২ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৯৮৪ কোটি টাকা বা ০.২৬ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৩১ কোটি ৫০ লাখ টাকা বা ২২.৬৮ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৬০ লাখ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ২৯২ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৬ কোটি টাকা বেশি হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৮১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৬১ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৩২ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৪.৬৬ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৯২ পয়েন্টে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১১২ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৪৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৭ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৪০২ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ২৪৩ টাকা বা ৪৩.৭৮ শতাশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২১ পয়েন্ট বা ০.২২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৭০৮ পয়েন্ট ও ১ হাজার ১৬৭ পয়েন্টে। তবে বিদায়ী সপ্তাহে সিএসইর অপর দুই সূচকের মধ্যে সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বা ০.২০ শতাংশ ও সিএসআই ৪ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৯৭৫ ও ১ হাজর ৪২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, দর কমেছে ১২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *