সপ্তাহের ব্যবধানে সূচক কমলেও বেড়েছে বাজার মূলধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে প্রায় ১২৯৭ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় লেনদেন ও সূচক দুটোই কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২৩৩৫ কোটি ২৮ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪৪৩৭ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৭.৩৮ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৫৩৮ কোটি ৮২ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৪.২২ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৫৩ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৯.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৭৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৬.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৫ হাজার ৬৫৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ১২৯৭ কোটি টাকা বা ০.২৮ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *