সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুড

apexস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এপেক্স ফুড। সপ্তাহের শেষ দিবসে লেনদেন শেষে কোম্পানির শেয়ারের এ দর বেড়েছে ২৮.৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে এপেক্স ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা। কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ৪ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা।

দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে— নর্দান জুট মেনুফেকচারিংয়ের ২৮.০৮%, এপেক্স টেনারীর ২০.৪২%, মুন্নু সিরামিকসের ১৯.১০%, আইএফআইসি ব্যাংকের ১৮.৬৩%, এপেক্স স্পিনিংয়ের ১৬.১৮%, ফাষ্ট আইসিবি মিফা. ১৫.৬৮%, পিপলস লিজিংয়ের ১৪.৯৭%, পূবালী ব্যাংক ১২.৩৮% ও এপেক্স ফুটওয়ারের ১০.৬১% দর বৃদ্ধি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *