সপ্তাহে বিবিএস কেবলসের দর বেড়েছে ২৯.৮৯%

bbsস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বিবিএস কেবলস লিমিটেডের শেয়ারদর ২৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। পাঁচ কার্যদিবসে ১৬৭ কোটি ৯৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার হাতবদলে ডিএসইর সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় এক নম্বরে উঠে আসে প্রকৌশল খাতের কোম্পানিটি।

তালিকাভুক্তির পর ৩১ জুলাই প্রথম কার্যদিবসে ইস্যুমূল্যের ৯ গুণে উন্নীত হয়েছিল বিবিএস কেবলস লিমিটেডের শেয়ারদর। তবে পরের দিনেই দরপতনের শীর্ষে চলে আসে প্রকৌশল খাতের কোম্পানিটি। এরপর থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে কোম্পানিটির শেয়ারদর। তবে গেল সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা কমেছে কোম্পানিটির শেয়ারদর।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০ টাকায় লেনদেন শেষ করে বিবিএস কেবলস। সেদিন প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৪৫ শতাংশের বেশি শেয়ার হাতবদল হয়ে যায়। বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ১০৮ টাকা ৩০ পয়সায়, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৬ শতাংশ কম। সমাপনী দর ছিল ১০৯ টাকা ৫০ পয়সা। তবে তালিকাভুক্তির পর সর্বোচ্চ দাম ছিল এর আগের কার্যদিবসে ১১১ টাকা ৬০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *