সপ্তাহে শেষে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে সাপ্তাহিক ৫,২৭১ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪৯২৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে 7.03 শতাংশ বেশি।

সর্বশেষ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ০.৪০ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,১০,৫৩১ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৪,১২,১৬৭ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ০.৪০ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২৮.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২.২৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০০৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৮.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *