সমস্যা সমাধানের খবরে উর্ধ্বমূখী গ্রামীনফোন

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণফোনের কাছে দাবি করা সরকারের পাওনা টাকা নিয়ে সৃষ্ট দ্বন্ধ সমাধান আদালতে হবে না। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে গতকাল  অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন। ডিএসই সূত্রে এ তথ্য জানা।

সূত্র মতে, আজ বেলা পৌনে দুইটায় এই ব্লুচিপ কোম্পানির প্রায় ৮ লাখ শেয়ার কেনার প্রস্তাব থাকলেও শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না একটিও। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২৬ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন শেয়ারটি ৬০৯ বারে ১ লাখ ৫০ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। শেয়ারটি ৫০০ বারে ১ লাখ ৭৬ হাজার ৪৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার টাকা।

এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৪ দশমিক ৬১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ বারে ৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ টাকা ৪০ পয়সা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ম্যাকসন্স স্পিনিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *