সাধারণ বিনিয়োগকারীরা পাবেন নাভানা ফার্মার ৪৫টি শেয়ার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটার (Pro-rata) ভিত্তিতে নাভানা ফার্মাসিউটিক্যালস লিঃ এর শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার (০২ অক্টোবর) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিষ্টিং হলরুমে এ বরাদ্দ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, সিএফও এ জি এম সাত্বিক আহমেদ শাহ, সিআরও (ইনচার্জ) বজলুর রহমান, নাভানা ফার্মাসিউটিক্যালস লিঃ এর সিএফও আবু হুরাইরা, এফসিএ, কোম্পানি সচিব জয়নুল আবেদীনসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মোঃ আবদুল কাদের খন্দকার প্রো-রাটার ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬.১৬ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৪৫ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১৮৮ টি শেয়ার বরাদ্ধ পায়।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *