সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে মেট্রো স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৭৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ১৯ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৬ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৪০.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ২৪ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯০ লাখ টাকা ছিল।

ম্যাকসন্স স্পিনিং মিলস দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩৫.৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ১১৯ কোটি ১৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৮২ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা স্পিনার্সের ৩০.১৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ২৭.২০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫.২৮ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২৫.২১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২৩.৫৩ শতাংশ, সায়হাম কটন মিলসের ২২.২২ শতাংশ ও রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ২০.৫৫ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *