সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে সিএপিএম আইবিবিএল মি. ফান্ড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৮.৩৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ৬ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৮.৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ৪৫ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৪ লাখ টাকা ছিল।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১২.৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ২ কোটি ৯৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৩ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ১০.৯৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ৮.৪০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৮.৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭.০৯ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশনের ৬.৬৩ শতাংশ ও হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের ৬.৪৪ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *