সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৬৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ৪০ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৯ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩৪.১৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ২৭ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৪ লাখ টাকা ছিল।

প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৩২.২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৬৭ কোটি ১১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৪২ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে – পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ২১.৩২ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০.৯২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০.৮৮ শতাংশ, আরএকে সিরামিকস বিডি লিমিটেডের ১৮.৯৪ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৮.৭২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭.৯৯ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ১৭.৭০ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *