সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে টানা শীর্ষ অবস্থান ধরে রেখেছে ব্যাংক খাত। গত সপ্তাহে এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১৬ দশমিক ৭ শতাংশই ছিল খাতটির দখলে। এমনকি লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির দুটিও ব্যাংক খাতের। এ তালিকায় সবার ওপরে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। মোট লেনদেনের ৭ দশমিক ৮১ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ব্যাংকটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ওয়ান ব্যাংকের ১৯ কোটি ৬ লাখ ২০ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় ব্যাংকটির লেনদেন কমেছে ২১ দশমিক ৩১ শতাংশ।

লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। মোট লেনদেনের ৭ দশমিক ৬১ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির ২৮৩ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকার ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ৫ দশমিক ৬৩ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৯ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ৪ দশমিক ৫৫ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে।

তালিকায় পরের অবস্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের চার কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৫ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ৩ দশমিক ৩৬ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে।

মোট লেনদেনের ২ দশমিক ৮৭ শতাংশ নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১০৭ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার ৬১ লাখ ৩৭ হাজার ৬২৮টি শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে প্রতিষ্ঠানটির লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ।

মোট লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৮ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার টাকার ১৩ লাখ ৬৫ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে প্রতিষ্ঠানটির লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬৯ শতাংশ।

তালিকায় পরের অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৩ শতাংই ছিল কোম্পানিটির দখলে।

পরের অবস্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন ছিল ২ দশমিক ১০ শতাংশ। এছাড়া মোট লেনদেনের ১ দশমিক ৬৮ শতাংশ নিয়ে তালিকায় নবম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। তালিকায় সর্বশেষ অবস্থান করা সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেন ছিল ১ দশমিক ৫৩ শতাংশ।

গত সপ্তাহে শীর্ষ এ ১০ কোম্পানির দখলে ছিল মোট লেনদেনের ৩৬ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য সময়ে এসব কোম্পানির ১ হাজার ৩৭২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *