সাবিনকোর শেয়ার কেলেংকারি মামলায় খালাস পেল কুতুব উদ্দিন

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) শেয়ার কেলেংকারি মামলায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিন শেয়ার কেলেঙ্কারি মামলায় খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার মামলায় এ রায় দেন বিচারপতি হুমায়ন কবির।

আদালতে বিচারপতি হুমায়ন কবির বলেন, আদালতে বাদীপক্ষ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। যে ৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্যের জন্য এসেছেন তারা কেউই আসামির বিরুদ্ধে অভিযোগ আনেননি।

গত বৃহস্পতিবার শেয়ারবাজারসংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর রায়ের তারিখ ঘোষণা করেন।

মামলার আসামি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন আহমেদ কারসাজি করে ২০০০ সালে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বাড়িয়েছিল তৎকালীন বাংলাদেশ ও সৌদির যৌথ মালিকানায় পরিচালিত এ প্রতিষ্ঠানটি। ওই বছরের জুন থেকে জুলাই পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটে।

এরপর বিষয়টি তদন্ত করে মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাদীপক্ষের আইনজীবী মাসুদ রানা খান এবং আসামিপক্ষের এসএম আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *