সার ও চিনিশিল্পে অর্থায়নে আগ্রহী জাপান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আশুগঞ্জে ঘোড়াশাল সার কারখানার আদলে আরেকটি সার কারখানা স্থাপন ও চিনিশিল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। এ ছাড়া ইলেকট্রিক মিটার, অটোমোবাইলসহ আরও কিছু খাতে তারা অর্থায়নে আগ্রহী।

গত বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে জেবিআইসির প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় উঠে আসে। জেবিআইসির গভর্নর হায়াশি নবুমিতসু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকটি। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, জাপান বিভিন্নভাবে বাংলাদেশের কৃষি ও শিল্প খাতে সাহায্য করছে। সার কারখানা স্থাপন এবং প্রগতি ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে মিতসুবিশি গাড়ি সংযোজনের কাজ চলছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি ইকোনমিক জোন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *