সিএমসি কামালের একীভূতকরণ উচ্চ আদালতে অনুমোদন

courtনিজস্ব প্রতিবেদক :

একই ব্যবস্থাপনার অধীন আরেক কোম্পানি আলিফ ইউনিটেক্স লিমিটেডকে একীভূত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উচ্চ আদালত। এর ফলে সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড ও আলিফ ইউনিটেক্স লিমিটেড একীভূতকরণে কোনো বাধা রইল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সর্বোচ্চ আদালতের কোম্পানি বেঞ্চের নির্দেশক্রমে ২১ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর হোটেল অবকাশে ইজিএম আহ্বান করেছে সিএমসি কামাল। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর। এর আগে রোববার এ কোম্পানির শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে কেনাবেচা হবে।

সেপ্টেম্বরে ডিএসই জানায়, একীভূতকরণ পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুসারে আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডারদের নামে সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সিএমসি কামালের পরিচালনা পর্ষদ। এর মধ্য দিয়ে আলিফ ইউনিটেক্সের সব সম্পদ ও দায় সিএমসি কামালের নামে নথিভুক্ত হবে। উচ্চ আদালত, ইজিএমে শেয়ারহোল্ডার ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিক্রমে একীভূতকরণের এ পরিকল্পনা বাস্তবায়নযোগ্য।

প্রস্তাবিত একীভূতকরণ স্কিম অনুসারে, নিজ কোম্পানির প্রতিটি শেয়ারের বিপরীতে আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডাররা ৮ দশমিক ৪৫টি সিএমসি কামাল শেয়ার পাবেন। কোম্পানি কর্তৃপক্ষ আশা করছে, একই ধরনের দুই কোম্পানির একীভূতকরণ শেষে সম্মিলিত খরচ তুলনামূলক কমে প্রতিষ্ঠানের দক্ষতা বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *