সিএসইতে লেনদেন ২৯ কোটি টাকা

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয়দিনে সূচক বেড়েছে। এই দিন সিএসইতে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, সোমবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ৭৪.০৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৪৬.১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ২০.১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৭.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১৩.৯৭ পয়েন্ট বেড়ে ৯৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৩৩ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। গতকাল রবিবারে হয়েছিল ২৯ কোটি ৯৩ লাখ টাকা। বৃহস্পতিবার হয়েছিল ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে মোজাফ্ফর স্পিনিং ও লাফার্জ সুরমা।

সিএসইতে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দাম বেড়েছে, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *