সিএসইতে সপ্তাহের লেনদেন ৩২৩ কোটি টাকা

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহের ৫ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ৩২৩ কোটি টাকা ছাড়িয়েছে। যা আগের সপ্তাহের চেয়ে ৫৫ কোটি ৪৩ লাখ টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮১ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৪৩ লাখ টাকা।

গত সপ্তাহে সিএসইতে গড় লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৬৪ কোটি ৭৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৫৩ কোটি ৬৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টি কোম্পানির। আর দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিকে, সিএসই ব্রড ইনডেক্স বা সিএসইএক্স সূচক ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ৯০৭৯ পয়েন্টে।

সপ্তাহের ব্যবধানে সিএসপিআই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *