সিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম দিনে সূচকের মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। তবে আজ সিএসইতে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর তবে কমেছে লেনদেন। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স .৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৫১.৯২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১.০৬ পয়েন্ট বেড়ে ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট
গতকার্যদিবস বুধবারে হয়েছিল ৩০ কোটি ৬৩ লাখ টাকা মঙ্গলবারে হয়েছিল ২৯ কোটি ৮৯ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে বেঙ্গল উইন্ডসর ও কেডিএস।

সিএসইতে ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ৯২টির আর অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *