সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয়দিনে সব সূচক বেড়েছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, সোমবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১৭৮.২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১০৮.৬৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৩০.৩৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১৬.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৬.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৬০ লাখ টাকা। রবিবার হয়েছিল ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। বৃহস্পতিবার হয়েছিল ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ারের লেনদেন। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ও মোজাফ্ফর স্পিনিং।

সিএসইতে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *