সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থদিনে সব সূচকের পতন লক্ষ্য করা গেছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, বুধবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১১০.৭১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৬৭.৪৩ পয়েন্ট কমে ৮ হাজার ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৪৩.৪৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৮.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৮.৬৩ পয়েন্ট কমে ১ হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৬৪ লাখ টাকা। মঙ্গলবার হয়েছিল ৩৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ারের লেনদেন। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজালাল শাহজালাল ব্যাংক ও ফার কেমিক্যাল।

সিএসইতে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টির দাম বেড়েছে, কমেছে ১৪৭ টির আর অপরিবর্তিত ছিল ১৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *