সুহৃদ ও শাহজিবাজারের বিক্রেতা উধাও

dse1স্টকমার্কেট ডেস্ক :

লেনদেনের ২ ঘণ্টায় বুধবার বিক্রেতা উধাও হয়ে গেছে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি। এতে কোম্পানি ২টি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

সংশ্লিস্টদের মতে, বাজারে কিছু শেয়ারের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই এ ধরনের শেয়ার আরও বেশি দরে বিক্রির আশায় এখনই বিক্রি করছেন না বিনিয়োগকারীরা।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে সর্বশেষ  ২৩ হাজার শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৫১ টাকা ৪০ পয়সায়। গত ৩ নভেম্বর এই শেয়ারের সমাপনী দর ছিল ৪৬ টাকা ৮০  পয়সা।

অপর দিকে আজ শাহজিবাজার পাওয়ারও হল্টেড তালিকায় রয়েছে। স্ক্রিনে সর্বশেষ ১ লাখ ৯৩ হাজার ৬০০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ২০২ টাকা  ৯০ পয়সায়। গত ৩ নভেম্বর এই শেয়ারের সমাপনী দর ছিল ১৮৫ টাকা ৪০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *