সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৪৭ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৫৫ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৮.৭২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৬ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৮০টি শেয়ারের মধ্যে ৮৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬৪টি কোম্পানির দর, আর ৩৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *