সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৯৬ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৯০ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০৩.০১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ২২২টি শেয়ারের মধ্যে ৮৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১০৯টি কোম্পানির দর, আর ২৮টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *