সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

index upনিজস্ব প্রতিবেদক :

টানা পাঁচ দিন কমার পর বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন কিছুটা কম লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

এসময় লেনদেন হয়েছে ৪৩ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কাশেম ড্রাইসেলস, আরকে সিরামিকস, তুংহাই, স্কয়ার ফার্মা, বেক্স-ফার্মা, সাপোর্ট, অগ্নি সিস্টেম, লাফার্জ সিমেন্ট, একটিভ ফাইন ও নাভানা সিএনজি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১২৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। লেনদেন হয়েছে ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *