সূচকের পতনে চলে লেনদেন

indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সূচকের পতনে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৪৫৮ পয়েন্টে।

এসময় ডিএসইতে লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে এক ঘন্টায় ১০০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়।

এসময় ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএলবিডি, বঙ্গোজ লিমিটেড, শাশা ডেনিমস, খুলনা পাওয়ার কোম্পানি, ফার্মা এইডস ও এসপিসিএল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় সিএসসিএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩১৯ পয়েন্টে। এক ঘন্টায় সিএসইতে মোট ১১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে আজ লেনদেন হয়েছে ১০ কোটি ৬০ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *