সূচকের পতনে বেড়েছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

উভয় শেয়ারবাজার সূচকের পতন হয়েছে। তবে সপ্তাহের প্রথম দিবসে বেড়েছে লেনদেন।

আজ রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স ২৩.৫৬ কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে মোট ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এসময়ে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত ৩৫টির।

আগেরদিন ডিএসইতে লেনদেন হয় ২৯৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, এসআইবিএল, সিঙ্গারবিডি, সামিট অ্যালায়েন্স পোর্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এমজেএলবিডি, এসিআই, ও আইডিএলসি।

অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সাধারণ মূল্য সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ দিন লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *